শিরোনাম | শালবনের গান: মন্দাক্রান্তা ছন্দের কবিতা |
---|---|
লেখক | বাংলা ৯ম ব্যাচের শিক্ষার্থীরা |
সম্পাদক | কামরুন নাহার শীলা |
প্রকাশক | বাতিঘর |
ভাষা | বাংলা |
'মেঘদূত';
-সংস্কৃত সাহিত্যাকাশের উজ্জ্বলতর কবি কালিদাসের লেখা মন্দাক্রান্তা ছন্দের এক অনন্য, অনবদ্য কাব্য।
বাংলা: ৪০৪, অনুবাদ সাহিত্যের ক্লাসে পড়িয়েছেন শ্রদ্ধেয় শীলা বৃষ্টি ম্যাম। ম্যামের মুখে কালিদাসের সেই 'বন্দি হৃদয়ের বিশ্বভ্রমণ' আমরা শুনেছি, অনুধাবন করেছি মনন দিয়ে।
পরবর্তীকালে…
ম্যামের ইচ্ছা ও আমাদের আগ্রহেই সেই মন্দাক্রান্তা ছন্দে কবিতা লেখার চেষ্টা করেছি আমরা ক্লাসের সবাই (৪৩ জন), পাঠের অংশ হিসেবে। কবিতাগুলোর কোনোটা হয়েছে অসাধারণ, আবার কোনোটাতে ছন্দ কিংবা শব্দগত কিছু বিচ্যুতি ছিল, পরে তা ম্যাম ঠিক করে দিয়েছেন।
এরপর…
ম্যামের অনুপ্রেরণা এবং আমাদের দুঃসাহসে সেই কবিতাগুলোকে আমরা চেয়েছি গ্রন্থবদ্ধ করতে। আমাদের সেই ইচ্ছার প্রতিফলনে সুযোগ দিয়েছে সুপরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘর'। আশা করছি, 'অমর একুশে বইমেলা- ২০১৯' এর প্রথমদিকের কোনো একদিন 'বাতিঘর'র নিজস্ব স্টলে আলোর মুখ দেখবে আমাদের মন্দাক্রান্তা ছন্দের কবিতা 'শালবনের গান'।
মাহফুজ কিশরের ফেসবুক পাতা থেকে সংগৃহিত