জেল নয় এই ঘর!যদিও লোকে কয়! দেখতে যাই হোক এটাই ঘর।
পিঙ্গল ঘরটার,এ দিকে লোহা দ্বার, লালচে দরজার সকল রড।
রোজ রোজ ঘুমহীন,চেয়ে থাকি সিলিং, এর ফাঁটার দাগ গুলোর দিক।
উত্তর দিকটায়, ঝোলানো ঘড়িটায়,দৃষ্টি দেই আজ বারংবার।
বার বার মন কয়,এল বুঝি সময়, মোর সময় শেষ যে বোধহয়!
গ্রেপ্তার রোজ হয়, কয়েদি আসে যায়,মুক্তি পায় রোজ অনেক লোক।
হত্যার দায় ভার,নিয়েছিযে মাথায়, মুক্তি আর মোর হবার নয়।
রোজ সেই দিনটার, কথা যে মনে হয়,যেই সকাল পার্কে ঘুরলাম।
সুন্দর সেই দিন, কেটেছে আমাদের,কাটল ক্ষণ পূর্ন তৃপ্তির।
হুট হাট ছিনতাই,ছেলে দুটি পালায়, নেয় গলার হার হটাৎ তোর।
যেই সেই লোকটার,ধরেছিযে কলার,সঙ্গিটাই জোর আঘাত দেয়।
সব জ্ঞান হারলাম,সজোরে মারিলাম,ঠিক তখন তার মরন হয়।
তার পর গ্রেপ্তার, কেটে গেল সময়,তিন বছর আর সাতাশ দিন।
সেই দিন শুনলাম,বিয়ে হবে তোমার, বর তোমার জন্য ঠিকঠাক!
কাল শুনলাম রায়, ফাঁসিতে ঝুলাবেই,আজ সকাল আসবে ডাক মোর।
জেল নয় এই ঘর!যদিও লোকে কয়! এই লকাপ দুই শ বাইশ নং।
দরজার সামনের, তালাটা খোলা হয়,হয় হাজির এক হাবিলদার।
"বাইসাব স্যার কয়,হয়েছে যে সময়,লন গোছল টাইম ফুরায় যায়।"
পিঙ্গল ঘরটার,এ দিকে লোহা দ্বার, লালচে দরজার সকল রড।
রোজ রোজ ঘুমহীন,চেয়ে থাকি সিলিং, এর ফাঁটার দাগ গুলোর দিক।
উত্তর দিকটায়, ঝোলানো ঘড়িটায়,দৃষ্টি দেই আজ বারংবার।
বার বার মন কয়,এল বুঝি সময়, মোর সময় শেষ যে বোধহয়!
গ্রেপ্তার রোজ হয়, কয়েদি আসে যায়,মুক্তি পায় রোজ অনেক লোক।
হত্যার দায় ভার,নিয়েছিযে মাথায়, মুক্তি আর মোর হবার নয়।
রোজ সেই দিনটার, কথা যে মনে হয়,যেই সকাল পার্কে ঘুরলাম।
সুন্দর সেই দিন, কেটেছে আমাদের,কাটল ক্ষণ পূর্ন তৃপ্তির।
হুট হাট ছিনতাই,ছেলে দুটি পালায়, নেয় গলার হার হটাৎ তোর।
যেই সেই লোকটার,ধরেছিযে কলার,সঙ্গিটাই জোর আঘাত দেয়।
সব জ্ঞান হারলাম,সজোরে মারিলাম,ঠিক তখন তার মরন হয়।
তার পর গ্রেপ্তার, কেটে গেল সময়,তিন বছর আর সাতাশ দিন।
সেই দিন শুনলাম,বিয়ে হবে তোমার, বর তোমার জন্য ঠিকঠাক!
কাল শুনলাম রায়, ফাঁসিতে ঝুলাবেই,আজ সকাল আসবে ডাক মোর।
জেল নয় এই ঘর!যদিও লোকে কয়! এই লকাপ দুই শ বাইশ নং।
দরজার সামনের, তালাটা খোলা হয়,হয় হাজির এক হাবিলদার।
"বাইসাব স্যার কয়,হয়েছে যে সময়,লন গোছল টাইম ফুরায় যায়।"