জিউস

বিশ্বের দেবরাজ, মহা রাজা জিউস,স্থল-আকাশ যার কথায় রয়।

নাম তার আর এক, বলে যে জুপিটার, এই রোমান নাম সবাই নেয়।
শক্তির শেষ নেই,ডরে না দেবতায়, বজ্র তার ঐ হাতেই হয়।
সৌখিন দেবরাজ, পাখি পালে ঈগল,আর যে উক গাছ পছন্দের।

শক্তির সম্রাট, প্রেমিকা অনেকেই,গ্রীক সমাজ তাই অসন্তোষ।
ছল-বল-কৌশল সবিযে করে রোজ, জিততে চায় ঐ নারীর প্রেম।
দৈহিক প্রেম লোভ,গড়া যে ছলনায় ,এই সভাবটাই খারাপ তার।
সুন্দর মিশ্রণ,  ভালো ও খারাপের,ঠিক মানুষ যেই রকম হয়।




---------------------------------------------------
কবিতার বিশেষত্ব: মন্দাক্রান্তা ছন্দ
---------------------------------------------------
এ.জে.রাব্বি
বাংলা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

To Top