রামায়ণ

 চুপ চাপ শোন আজ, কাহিনি বলি এক,গল্প বাজ সব এদিক আয়।

গল্পের মূল টায়,আছেযে বহু বীর,ঐ রাঘব দল অযোধ্যার।

রাম নাম গল্পের, পিতাযে দশরথ,দিক-বিজয় যার সুনাম হয়।
তার চার পুত্রের , বড়যে ছিল রাম,অস্ত্র বিদ্যায় সু-সক্ষম।
কম নয় লক্ষ্মণ, ডরে না কিছুতেই,রাম যা কয় তাই করেন সব।
ডাইনির উসকান,পেয়ে রাজা রাবন, করল ভুল কান্ড একদিন।

সেই দিন রাক্ষস,করে সীতা হরণ, তাইতো রাম ক্ষেপল খুব জোর।
রাম আর লক্ষ্মণ, নিল যে এ শপথ, রাখবে আজ সেই সীতার মান।
নীল নল সুগ্রীব, সাথেযে  হনুমান,সামনে রাম যায় ধনুক হাত।
লংকার হামলায়, মিলিল বিভীষণ,তার সাহায্যের দরুন জয়।

ভাই দ্বয় সোচ্চার, খোলাসা তলোয়ার, মারল মেঘনাদকে লক্ষ্মণ।
লংকায় তোলপাড়, একে একে সবার, করল রাম বধ সবার প্রান।



এ.জে.রাব্বি
বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

To Top