বাংলা ও বাংলা ভাষা



## ভাষা পরিচিতি - বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)


বাংলা ভাষা ও ব্যাকরণ বিষয়ক নিচের বহুনির্বাচনী প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী। প্রতিটি প্রশ্নের সাথে চারটি বিকল্প রয়েছে।


১। ভাষা কী?

ক. ভাব প্রকাশের মাধ্যম  

খ. একটি যন্ত্র  

গ. একটি অনুভূতি  

ঘ. একটি সংকেত  


২। ভাষা কত প্রকার?

ক. ১  

খ. ২  

গ. ৩  

ঘ. ৪  


৩। ভাষার মৌলিক উপাদান কয়টি?

ক. ১টি  

খ. ২টি  

গ. ৩টি  

ঘ. ৪টি  

 

৪। মৌখিক ভাষার বাহক কী?

ক. চোখ  

খ. কান  

গ. জিভ  

ঘ. মুখ  


৫। লিখিত ভাষা কী দিয়ে প্রকাশিত হয়?

ক. ধ্বনি  

খ. শব্দ  

গ. প্রতীক  

ঘ. বর্ণ  


৬। ধ্বনি কী দিয়ে তৈরি হয়?

ক. ঠোঁট  

খ. কণ্ঠস্বর  

গ. অঙ্গভঙ্গি  

ঘ. লেখনী  


৭। শব্দ কিসে গঠিত?

ক. বর্ণ  

খ. বাক্য  

গ. ধ্বনি  

ঘ. ভাষা  


৮। বাক্য কী নিয়ে গঠিত?

ক. বর্ণ  

খ. শব্দ  

গ. ধ্বনি  

ঘ. ভাষা  


৯। ভাষার মৌলিক উপাদান নয়—

ক. ধ্বনি  

খ. শব্দ  

গ. বাক্য  

ঘ. ব্যাকরণ  


১০। ভাষার কতটি রূপ আছে?

ক. ১টি  

খ. ২টি  

গ. ৩টি  

ঘ. ৪টি  


১১। মৌখিক ভাষার বৈশিষ্ট্য কী?

ক. লেখার মাধ্যমে প্রকাশ  

খ. মুখ দিয়ে প্রকাশ  

গ. সংকেতে প্রকাশ  

ঘ. চিত্রে প্রকাশ  


১২। লিখিত ভাষা ব্যবহার করতে হয় কখন?

ক. শুধু মৌখিক সময়ে  

খ. চোখ বন্ধ থাকলে  

গ. কোনো কিছুর রেকর্ড রাখতে  

ঘ. চিৎকার করার সময়  


১৩। ভাষার প্রধান উপাদান কয়টি?

ক. ১  

খ. ২  

গ. ৩  

ঘ. ৪  


১৪। কোনটি ভাষার উপাদান নয়?

ক. ধ্বনি  

খ. শব্দ  

গ. আওয়াজ  

ঘ. বাক্য  


১৫। পশু-পাখির ডাককে কী বলে?

ক. ধ্বনি  

খ. ভাষা  

গ. আওয়াজ  

ঘ. সংকেত  


১৬। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?

ক. আওয়াজ  

খ. শব্দ  

গ. ধ্বনি  

ঘ. ভাষা  


১৭। বাক্য বলতে বোঝায়—

i. কথা  

ii. বাচন  

iii. অর্থবোধক শব্দ  

**উত্তর:**  

ক. i  

খ. ii  

গ. i ও ii  

ঘ. i, ii ও iii  


১৮। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম?

ক. প্রথম  

খ. দ্বিতীয়  

গ. তৃতীয়  

ঘ. চতুর্থ  


১৯। বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে—

i. বক্তার  

ii. শ্রোতার  

iii. দর্শকের  

**উত্তর:**  

ক. i  

খ. ii  

গ. i ও ii  

ঘ. i, ii ও iii  


২০। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?

ক. ধ্বনি  

খ. শব্দ  

গ. বাক্য  

ঘ. বাগর্থ  


২১। অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে?

ক. অঙ্গভঙ্গির ভাষা  

খ. ভাব-বিনিময়ের ভাষা  

গ. চোখের ভাষা  

ঘ. বর্ণনার ভাষা  


২২। সংকেত ভাষা প্রকাশ করা হয়—

i. আঙুল মুখে ছুঁয়ে  

ii. হাত মাথায় উঠিয়ে  

iii. বুকে হাত দিয়ে  

**উত্তর:**  

ক. i  

খ. ii  

গ. i ও ii  

ঘ. i, ii ও iii  


২৩। সংকেত ভাষার অপর নাম কী?

ক. চোখের ভাষা  

খ. ভাব-বিনিময়ের ভাষা  

গ. ইশারা ভাষা  

ঘ. বর্ণনার ভাষা  


২৪। মাতৃভাষা হলো—

i. মায়ের কাছ থেকে শেখা ভাষা  

ii. মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা  

iii. জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা  

**উত্তর:**  

ক. i  

খ. ii  

গ. i ও ii  

ঘ. i, ii ও iii  


২৫। শিশু প্রথম যে-ভাষা শেখে তাকে বলে—

i. প্রথম ভাষা  

ii. মাতৃভাষা  

iii. বিদেশি ভাষা  

**উত্তর:**  

ক. i  

খ. ii  

গ. i ও ii  

ঘ. i, ii ও iii  


২৬। ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে বলা হয়—

i. উপভাষা  

ii. প্রমিত ভাষা  

iii. কথ্যভাষা  

**উত্তর:**  

ক. i  

খ. ii  

গ. i ও ii  

ঘ. i, ii ও iii  


২৭। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে-বৈচিত্র্য তাকে কী ভাষা বলে?

ক. কথ্যভাষা  

খ. উপভাষা  

গ. প্রমিত ভাষা  

ঘ. ব্যক্তিভাষা  


২৮। উপভাষার আরেক নাম কী?

ক. আঞ্চলিক ভাষা  

খ. কথ্যভাষা  

গ. ব্যক্তিভাষা  

ঘ. প্রমিত ভাষা  


২৯। একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?

ক. ব্যক্তিভাষা  

খ. কথ্যভাষা  

গ. উপভাষা  

ঘ. প্রমিত ভাষা  


৩০। প্রমিত ভাষার অপর নাম কী?

ক. ব্যক্তিভাষা  

খ. সামাজিক ভাষা  

গ. উপভাষা  

ঘ. কথ্যভাষা  


৩১। বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তখন তাকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা  

খ. সামাজিক ভাষা  

গ. উপভাষা  

ঘ. কথ্যভাষা  


৩২। ব্যক্তির নিজস্ব পরিচয় যে-ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা  

খ. ব্যক্তিভাষা  

গ. উপভাষা  

ঘ. কথ্যভাষা  


৩৩। সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা  

খ. সামাজিক ভাষা  

গ. উপভাষা  

ঘ. কথ্যভাষা  


৩৪। সামাজিক ভাষা কত প্রকার?

ক. ২ প্রকার  

খ. ৩ প্রকার  

গ. ৪ প্রকার  

ঘ. ৫ প্রকার  


৩৫। অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?

ক. উচ্চশ্রেণির ভাষা  

খ. উচ্চ ভাষা  

গ. অভিজাত ভাষা  

ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা  


৩৬। শিক্ষাদীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, তাদের ভাষাকে কী ভাষা বলে?

ক. নিম্নভাষা  

খ. নিম্নশ্রেণির ভাষা  

গ. অশিষ্টজনের ভাষা  

ঘ. সাধারণের ভাষা  


৩৭। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা  

খ. সামাজিক ভাষা  

গ. উপভাষা  

ঘ. পেশাগত ভাষা  


৩৮। মাতৃভাষা ছাড়া অন্য যেকোনো ভাষাকে বলা হয়—

i. দ্বিতীয় ভাষা  

ii. তৃতীয় ভাষা  

iii. বিদেশি ভাষা  

**উত্তর:**  

ক. i  

খ. ii  

গ. i ও ii  

ঘ. i ও iii  


৩৯। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন, তাকে কী বলে?

ক. লেখার ভাষা  

খ. সাধুভাষা  

গ. চলিতভাষা  

ঘ. প্রমিত ভাষা  

To Top