আই সিটি প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর।





 ৬ষ্ঠ শ্রেণীর সহায়ক প্রশ্ন হিসেবে। নিচে ২৫টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) উত্তর সহ দেয়া হলো। 

  1. আগে ছোটো ছেলেমেয়েদের যন্ত্রপাতি থেকে কেন সরিয়ে রাখা হতো?
    ক) তারা তা ব্যবহার করতে পারতো না
    খ) নিরাপত্তার জন্য
    গ) তারা তা দেখতেও পছন্দ করতো না
    ঘ) যন্ত্রপাতি নষ্ট না হয় বলে
    সঠিক উত্তর: খ

  2. এখন কেন ছোট ছেলেমেয়েদের কম্পিউটার ব্যবহার শেখানো হচ্ছে?
    ক) তারা বড়ো হয়ে যাবে
    খ) তথ্য প্রযুক্তি শেখানো প্রয়োজন
    গ) সবাই কম্পিউটার ব্যবহার করে
    ঘ) সময় কাটানোর জন্য
    সঠিক উত্তর: খ

  3. কম্পিউটার ব্যবহারে সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার কোন বিষয়ে?
    ক) সফটওয়্যার
    খ) বৈদ্যুতিক সংযোগ
    গ) মাউস ব্যবহার
    ঘ) মনিটর পরিষ্কার
    সঠিক উত্তর: খ

  4. বৈদ্যুতিক শকের ফলে কী সমস্যা হতে পারে?
    ক) শরীরের ব্যথা
    খ) পা বা হাত নাড়াতে না পারা
    গ) চোখে সমস্যা
    ঘ) শব্দ শুনতে না পাওয়া
    সঠিক উত্তর: খ

  5. কত ভোল্টেজ হলে বিদ্যুৎ আমরা অনুভব করতে পারি?
    ক) ১০ ভোল্ট
    খ) ৫০ ভোল্ট
    গ) ১০০ ভোল্ট
    ঘ) ২০০ ভোল্ট
    সঠিক উত্তর: খ

  6. বাংলাদেশের বিদ্যুৎপ্রবাহের ভোল্টেজ কত?
    ক) ১১০ ভোল্ট
    খ) ২২০ ভোল্ট
    গ) ৩৩০ ভোল্ট
    ঘ) ৪৫০ ভোল্ট
    সঠিক উত্তর: খ

  7. কম্পিউটারের ফ্যান কেন ব্যবহার করা হয়?
    ক) শব্দ কমানোর জন্য
    খ) কম্পিউটার ঠান্ডা রাখার জন্য
    গ) আলো দেয়ার জন্য
    ঘ) বিদ্যুৎ সাশ্রয়ের জন্য
    সঠিক উত্তর: খ

  8. কম্পিউটারের তাপমাত্রা বেশি হওয়ার কারণ কী?
    ক) প্রসেসর ও আইসির গরম হওয়া
    খ) মনিটর গরম হওয়া
    গ) কীবোর্ড গরম হওয়া
    ঘ) মাউস গরম হওয়া
    সঠিক উত্তর: ক

  9. কম্পিউটার ব্যবহার করার সময় কি নিশ্চিত করতে হবে?
    ক) মনিটর পরিষ্কার করা হয়েছে কিনা
    খ) বাতাস ঢোকার ও বের হওয়ার পথ বন্ধ না হওয়া
    গ) মাউস ঠিক আছে কিনা
    ঘ) কীবোর্ড কাজ করছে কিনা
    সঠিক উত্তর: খ

  10. গাড়ির মতো কম্পিউটারের কি রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে?
    ক) না, কম্পিউটারের রক্ষণাবেক্ষণ লাগে না
    খ) হ্যাঁ, ছোটখাটো যত্ন নেওয়া দরকার
    গ) শুধুমাত্র সফটওয়্যার আপডেট করা দরকার
    ঘ) শুধু হার্ডওয়্যার পরিবর্তন করা লাগে
    সঠিক উত্তর: খ

  11. এলসিডি মনিটর পরিষ্কারের সময় কী করা উচিত?
    ক) ঘষাঘষি করা
    খ) পরিষ্কার না করা
    গ) পানি ঢালা
    ঘ) গ্লাস ক্লিনার ব্যবহার
    সঠিক উত্তর: খ

  12. সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য কী ব্যবহার করা উচিত?
    ক) নরম সুতি কাপড়
    খ) রুক্ষ কাপড়
    গ) হাত দিয়ে ঘষা
    ঘ) কাগজ টিস্যু
    সঠিক উত্তর: ক

  13. কম্পিউটারের কাছাকাছি পানি কেন রাখা যাবে না?
    ক) পানি কম্পিউটার নষ্ট করে
    খ) পানি সার্কিট শর্ট সার্কিট করতে পারে
    গ) পানি গরম করে
    ঘ) পানি কম্পিউটার ধুলো জমায়
    সঠিক উত্তর: খ

  14. কম্পিউটারের ভেতরে ধুলোবালি জমলে কী হয়?
    ক) কম্পিউটার দ্রুত ঠান্ডা হয়
    খ) কম্পিউটার গরম হয়ে যায়
    গ) কম্পিউটার চালু হয় না
    ঘ) স্ক্রীন বন্ধ হয়ে যায়
    সঠিক উত্তর: খ

  15. কী-বোর্ড পরিষ্কারের জন্য কী ব্যবহার করা উচিত?
    ক) পানিতে ভেজানো কাপড়
    খ) শুকনো নরম সুতি কাপড়
    গ) রুক্ষ কাপড়
    ঘ) সাবান পানি
    সঠিক উত্তর: খ

  16. মাউসের লেন্স অপরিষ্কার হলে কী সমস্যা হয়?
    ক) মাউস দ্রুত চলবে
    খ) মাউস সঠিকভাবে কাজ করবে না
    গ) মাউস গরম হবে
    ঘ) মাউস বন্ধ হয়ে যাবে
    সঠিক উত্তর: খ

  17. হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য কী?
    ক) হার্ডওয়্যার মেকানিক্যাল, সফটওয়্যার প্রোগ্রাম
    খ) হার্ডওয়্যার সফটওয়্যার
    গ) সফটওয়্যার হার্ডওয়্যার
    ঘ) পার্থক্য নেই
    সঠিক উত্তর: ক

  18. কম্পিউটার ভাইরাস কী?
    ক) ক্ষতিকর প্রোগ্রাম
    খ) নিরাপদ সফটওয়্যার
    গ) হার্ডওয়্যার অংশ
    ঘ) তথ্য সংরক্ষণ যন্ত্র
    সঠিক উত্তর: ক

  19. কম্পিউটার ভাইরাস কীভাবে ছড়ায়?
    ক) নেটওয়ার্ক ও পেনড্রাইভের মাধ্যমে
    খ) পানি দিয়ে
    গ) কেবল কীবোর্ড থেকে
    ঘ) বাতাসে
    সঠিক উত্তর: ক

  20. কম্পিউটার ভাইরাস মানুষের ভাইরাসের থেকে কীভাবে আলাদা?
    ক) এক্সট্রা শক্তিশালী
    খ) মানুষের শরীরকে সংক্রমিত করে না
    গ) মানুষের শরীর ধ্বংস করে
    ঘ) একই রকম
    সঠিক উত্তর: খ

  21. বেশি সময় কম্পিউটারের সামনে বসলে কী সমস্যা হয়?
    ক) চোখে সমস্যা ও পিঠে ব্যথা
    খ) সুস্থ থাকা যায়
    গ) দ্রুত ঘুম হয়
    ঘ) ক্ষুধা কমে
    সঠিক উত্তর: ক

  22. কম্পিউটারে বাড়াবাড়ি করলে কী হয়?
    ক) স্বাস্থ্য ভালো হয়
    খ) অসুস্থতা ও সামাজিক সমস্যা হতে পারে
    গ) সময় বাঁচে
    ঘ) স্মৃতিশক্তি বৃদ্ধি পায়
    সঠিক উত্তর: খ

  23. কম্পিউটারের মাধ্যমে সামাজিক যোগাযোগের নেতিবাচক দিক কী?
    ক) মানুষের সম্পর্ক উন্নত হয়
    খ) আসল মানুষদের সাথে সম্পর্ক কমে যায়
    গ) ভাষার দক্ষতা বাড়ে
    ঘ) সবাই বন্ধু হয়
    সঠিক উত্তর: খ

  24. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ঝুঁকি কী কারণে হতে পারে?
    ক) এর সঠিক ব্যবহার না করলে
    খ) সবসময় বন্ধ রাখলে
    গ) শুধুমাত্র হার্ডওয়্যার সমস্যা হলে
    ঘ) সফটওয়্যার আপডেট করলে
    সঠিক উত্তর: ক

  25. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার সময় কী মনোভাব থাকা উচিত?
    ক) প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা
    খ) প্রযুক্তি যেন তোমাদের নিয়ন্ত্রণ করে
    গ) প্রযুক্তি ব্যবহার না করা
    ঘ) প্রযুক্তি ভীতিকর মনে করা
    সঠিক উত্তর: ক


To Top